ঐ চঞ্চল ঝরে বৃষ্টি
জানালার পারে দৃষ্টি
বিকেল ঘন গহন বুকে
ব্যথারা আজব কৃষ্টি।
আমার উদাস চোখের পাতা
ঘাসেরা সবুজ খাতা
অঝোর ধারায় ঝরছে শ্রাবণ
লিখছে গোপন গাঁথা।
দামাল বাতাস খেলছে
তালের মাথা দুলছে
পুরাতন সব মরণ গুলো
স্মৃতির ঝাঁপি খুলছে।
আজ আকুল হৃদয় করলে
বালি দিয়ে ঘর গড়লে
সে যে গলেই পরে টুপটাপ
সম্পর্কটা নড়লে।