আঁধার নামছে পূর্ব বেয়ে
তালসারিতে ডুবছে অর্ক
তোমার সাথে দূরত্ব বেশ
সেলাই মেশিনে সম্পর্ক।
চালচুলো সব উড়েই গেছে
ভাতের টানে ফোটাই হাঁড়ি
তোমার হাতের রেশম ছোঁয়া
মরীচিকায় দিচ্ছে পাড়ি।
তোমার নরম কুসুম গন্ধ
ছিনিয়ে গেছে রাত পাখি
এখন নিশিথ দীর্ঘ বড়
জোনাক জ্বলেনা মন আঁখি।