বন্ধু এসো জলসা করি
ফের ফিরেছি হৃদয় নিয়ে
বাঁধ ভেঙেছি অচিনপুরের
পার মেলাবো গান শুনিয়ে
আজকে রাতে চাঁদের হাটে
তোমার চুলের মেঘ ভেসেছে
বেলি ফুলের গন্ধে মাতাল
বালক বাতাস গান বেঁধেছে
তোমার ছিপে মন গেঁথেছে
যাবো কোথা বিদায় নিয়ে?
কাঁটার ডগায় থাকতে ঝুলে
ফের ফিরেছি হৃদয় নিয়ে।
ওই দেখো ওই ডালিম পাতা
ছড়ার তালে ছন্দ গাঁথা
মাঠের পরে পুকুর ধারে
তালসারিটা আঁকার খাতা
বাঁধন এমন চাইছে জীবন
যাবি কোথা মন পালিয়ে?
এ মন কারায় বন্দী হতে
ফের ফিরেছি হৃদয় নিয়ে।
কোপাই নদীর শুকনো চরায়
লেপটে আছে অভ্র বালি
বিশ্ব গোটা ডুব দিয়েছে
জেগে তোমার নয়ন খালি
বন্দী আমি সেই খাঁচাতে
পার পাবো কি শিক গলিয়ে?
আঁচল খোঁটায় টিকি বাঁধা
ফের ফিরেছি হৃদয় নিয়ে।